1. live@www.dainikdesh.live : দৈনিক দেশ : দৈনিক দেশ
  2. info@www.dainikdesh.live : দৈনিক দেশ :
সোমবার, ২০ মে ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চরভদ্রাসনে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও উদ্বুদ্ধকরণ সভা চরভদ্রাসন উপজেলা নির্বাচনে আনারস মার্কার সমর্থনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী আনোয়ার আলী মোল্লা হাজিগঞ্জ হাইস্কুল মাঠে বৃষ্টি প্রার্থনা করে নামাজ আদায় চরভদ্রাসনে পদ্মা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান কে বি গ্রুপের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ চরভদ্রাসনে প্রশাসনের নাকের ডগায় অবৈধ শব্দবাজি বিক্রি চরভদ্রাসনে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সৎ মায়ের নির্যাতন ও ষড়যন্ত্রে প্রাণ দিতে হলো ৯ বছরের শিশুকন্যা জোনাকির চরভদ্রাসনে ঈদকে কেন্দ্র করে  হঠাৎ বেড়েছে বিভিন্ন প্রকার বাজির উপদ্রব লালপুরের পদ্মায় অবৈধ বালু ও ভরাট উত্তোলন বন্ধে পাহারার নির্দেশ ইউএনওর

চরভদ্রাসনে প্রশাসনের নাকের ডগায় অবৈধ শব্দবাজি বিক্রি

ফরিদপুর জেলা প্রতিনিধি-
  • প্রকাশিত: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

 

ঈদকে কেন্দ্র করে ফরিদপুরের চরভদ্রাসনে প্রশাসনের নাকের ডগায় অবৈধ শব্দবাজি বিক্রি করছে,তাতে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

চরভদ্রাসন উপজেলার সদর বাজারে দুধবাজার সংলগ্ন ভাবুমান দোকান বসিয়ে দ্বিধার চেয়ে বিক্রি করছি বিভিন্ন ধরনের শব্দ বাজি, উপজেলার বিভিন্ন গ্রাম এলাকায় উঠতি বয়সী ছেলে-মেয়েরা দেদারসে কিনছে এসব বাজি।কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে পথে ঘাটে, বাড়ির আঙিনাসহ যেখানে সেখান ফাটানো হচ্ছে এসব বাজি। বাজির বিকট শব্দে আঁতকে উঠছে শিশু, বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এতে হৃদরোগীসহ বিভিন্ন জটিল রোগীরা ঝুঁকির মধ্যে রয়েছে।উপজেলা বাসি বলছে এসব বাজি অচিরেই নিষিদ্ধ ঘোষণাসহ প্রশাসনের কঠোর নজরদারি দরকার।

প্রশাসনের কঠোর নজরদারির অভাবে কোনো প্রকার বাধাবিঘ্ন ছাড়াই এসব বাজি ফুটালেও কোনো প্রকার রেশ টানা যাচ্ছে না। প্রশাসন এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিবে এমনটাই প্রত্যাশা চরভদ্রাসন বাসীর।
[03/04, 5:36 pm] Sazzad Hossain: চরভদ্রাসনে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

ফরিদপুর জেলা প্রতিনিধি-

ওয়েলফেয়ার সেন্টার ফরিপুরের উদ্যোগে ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাস্তবায়নাধীন প্রকল্পের বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রেইজ এর প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোঃ গিয়াসউদ্দিন।
অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করেন, মোঃ আশিক সিদ্দিকী, সহকারী পরিচালক ওয়েলফেয়ার সেন্টার ফরিদপুর, দেবাশীষ বিশ্বাস, কাউন্সিলর ওয়েলফেয়ার সেন্টার ফরিদপুর, প্রবীর কুমার সিংহ কাউন্সিলর ওয়েলফেয়ার সেন্টার ফরিদপুর, যৌসিয়া জানাফরিন সহকারী কাউন্সিলর ওয়েলফেয়ার সেন্টার ফরিদপুর।

সেমিনারে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল বিন করিমের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোঃ জাহাঙ্গীর এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি)শাহানাজ পারভিন বীথি, চরভদ্রাসন থানার ওসি আব্দুর ওহাব।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সহ স্থানীয় মুক্তিযোদ্ধা আবুল কালাম, বিদেশ ফেরত প্রবাসীরা।

সেমিনারে প্রধান অতিথি মোঃ গিয়াসউদ্দিন বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে কাজ হারিয়ে দেশে ফেরত আসা ৫ লক্ষ কর্মী কর্মহীন অবস্থায় পরিবার-পরিজন নিয়ে কেউ কেউ অর্থ কষ্টসহ সমাজে জীবনযাপন করছেন। প্রত্যাগত এসব কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে রেফারেল ও আরপিএল কার্যক্রমে কারিগরি সহায়তা প্রদানসহ প্রকল্পের যাবতীয় সুযোগ-সুবিধা তাদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, পিএমইউ এবং ওয়েলফেয়ার সেন্টার একযোগে নিরলসভাবে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত